মুগ্ধ না হয়ে এবার দগ্ধ হও—


ইচ্ছে হলেই হারিয়ে যেতে পারি নৈঃশব্দ্যে
সবকিছু ফেলে চলে যেতে পারি অবগাহনে
সমকালিক জীবনের স্বাদ বুঝি এমনই হয়
পালাতে গিয়ে আরও হয় জীবনের অপচয়!


মনে হয় যা হয়েছে ক্ষয় আর নয় আর নয়
ছুটে যাই শান্তির খোঁজে পাহাড়ের বুকে
মধ্যরাতে সমুদ্রের কাছে বলি ক্লান্তির কথা
পাখির ডানার কোমলতা নিয়ে ঘুমিয়ে থাকি!


অবরুদ্ধ না হয়ে এবার মুক্ত হও—


সহজ জীবনের স্বাদ যারা পাবে তারাই জীবিত
সহজ জীবনের খোঁজে কেটে যাবে এই জীবন
একদিন মনে হবে কীসের জন্য এতটা অপচয়
এতটা ক্লান্তি এতটা বিষাদ নিয়ে কেটেছে জীবন!


কেউ কেউ বুঝেও জটিল করে সাধের সময়
জলের মতো তৃষ্ণার সমাধান জানে না মানুষ
মোহে মোহে চুল পেকে যায় ক্ষয় হয় কোষ
যখন বুঝে চূড়ান্ত জীবন তখন বড্ড অসহায়!