বেহাত রাত—
ফুলের নৈঃশব্দ্যে থেকে
গল্প ভেসে আসে
যেন এক প্রেমিক সম্রাট
প্রেমের তরী ভাসায়
আদিগন্তের দিকে।
যুদ্ধের শেষে
শান্তি আসবে বলে
একজন অন্ধ
নক্ষত্রের গল্প শোনায়।
বুকের নরম সরীসৃপ
ধীরে ধীরে চলে যায়
হলুদ কুয়াশার দিকে,
বিস্তৃত সবুজের শহরে
স্বপ্নের মতো সূর্য
শুয়ে থাকে নখে।
দেয়ালে দেয়ালে লাল দাগ
বুকের ভেতরে নরম নদী
জলহীন তবু নিরবধি
বয়ে চলে শান্তির দিকে।
বিন্দুর বিষণ্ণতা শেষে
তুমি যখন চলে যাও সমুদ্রে
হে, আজন্ম স্নিগ্ধ ঝরনা
আর না আর না
রৌদ্রপক্ব জীবনের স্বাদ।
ঝরঝরে ভাতের পাশে
আমার নীল বিষাদ
ফলের দীর্ঘ ইতিহাস শেষে
ফিরে আসবে,
তরকারির স্বাদ নষ্ট হতে হতে
তুমি হয়তো ভুলে যাবে
অনেক আলোর ঝলকানিতে
আমার বেদনার্ত আর্তি।