ধূমায়িত রাস্তায় হাঁটতে হাঁটতে ঢুকে যাচ্ছি নরকে—
হঠাৎ স্বপ্নটা ভেঙে গেলে
কেউ একজন বললো
আমার লাশটিকে নিয়ে যাচ্ছে ময়নাতদন্তের জন্য...
তবুও বিশ্বাস করো আমি এখনও বেঁচে আছি!


নিজের ছায়ার চেয়েও দীর্ঘ এক কাঠামো নিয়ে
কেউ একজন দৌড়াচ্ছে—উত্তরদিকে
কেউ একজন দৌড়াচ্ছে—দক্ষিণদিকে
কেউ একজন—পূর্বদিকে
কেউ একজন—পশ্চিমদিকে
অথচ আমি এক উলম্ব রেখার মতো দাঁড়িয়ে আছি।


নিজেকে
একবার সামনে
একবার পিছনে
ফের সামনে
ফের পিছনে
ফের সামনে-পেছনে
ফের পেছনে-সামনে
নিরীক্ষা করতে করতে
মেঘের উত্থিত লিঙ্গ থেকে  


বিশ্বাস ঝরে পড়ে
টুপটাপ
           চুপচাপ
আস্থা ভেঙে পড়ে
মড়মড়
           কড়কড়
এবং ভে-ঙে প-ড়-ছি ভে-ঙে প-ড়-ছি
রাতে সকালে সময়ে অসময়ে বসন্তে শীতে...
তবুও বিশ্বাস করো আমি এখনও বেঁচে আছি।