ওগো পতন, প্রিয়তম পতন আমার
বিষণ্ণ বিকেলের শেষে রোজ
কাকে শোনাও জীবনের তুমুল?
ওষ্ঠ জুড়ে আজ জীবনের ছোঁয়াচে
তবুও শুধু তোমাকেই করি পান,
তোমাকেই চেয়েছি গাণিতিক রাতে
সহজ জলের ঘ্রাণে সহস্র ইন্ধন
তবুও মানুষের হৃদয় ঘৃণা করে।
ছুটে পাখিরা হাজারো সন্ধানে
বসন্তকে শীত ভেবে কীটের সাথে
আত্মগোপনে করেছি খুব অপচয়।
মগ্নতাকে ভাঙতে ভাঙতে একদিন
জলের যৌবনে যারা মজেছিলো
ব্যক্তিগত ধ্বনিতে দূরত্ব প্রবল
কেটে যায় ঋতুর রুপোলি রাত।
ওগো জীবন, প্রবহমান নিরবধি
চুলের আয়ু ফুরাতে ফুরাতে
বুঝেছি পৃথিবীর দীর্ঘতম বিষাদ;
পাশে ছিলো যেসব সুন্দর সুদিন
সুখের অস্তিত্ব অস্বীকার করলেও
আটকে গিয়েছি সুতীব্র সকরুণ।
হায় প্রেম হায় সন্ধ্যায় হারিয়েছি
যেসব সৌরভ রঙের বিবিধ কেন্দ্র  
দ্যাখো কীভাবে দীর্ঘতম হতে হতে
শূন্যতা নিয়ে করি স্বপ্নের তপস্যা।