কে আমার রাত্রির জমিতে করে চাষাবাদ—
কে ছিটায় কষ্টের নিখুঁত বীজ?
এই দগ্ধ ভূমিতে নেই কোনো জলের পদধ্বনি
যে নদী ছিলো একদিন আকাশের স্বপ্নে আজ স্বাধীন।
তবুও আশ্চর্য হতে হয় বৃত্তীয় জীবন
তোমার ভেতরে যে পাখিরা উড়তে জানে না
তাদের উড়তে দাও
তুমিও উড়তে শেখো ভাষার মায়া ভুলে।
শস্যের ফলন দেখে স্বপ্ন দেখার সাধ জাগে
মনে হয় ফের ভালোবেসে চলে যাই স্নিগ্ধ পাহাড়ে—
ভালোবাসা এমনি এক অনুভব
ভেজা বারুদ তবুও জ্বলে দপদপ।