ভুলে যাচ্ছি
এইতো ধীরে ধীরে তোমাকে ভুলে যাচ্ছি।
কষ্ট লাগে না তুমি বেহাত হবে বলে
কষ্ট পাই না অন্য কারও সাথে হাসছো তা কল্পনা করলে
বুকের ভেতরে দাউদাউ যাচ্ছে কমে।
নীরবে নদীর মতো বয়ে চলি নিয়ত একাকী
মনে হয় এ যন্ত্রণার ভার বুকে নিয়ে শুয়ে থাকি সারারাত
ঘাসের পাশে, নীরবতার সাথে করি গড়াগড়ি।


ভুলে যাচ্ছি
একটু একটু করে তোমাকে ভুলে যাচ্ছি।
ভুলতে যেহেতু হবেই ভুলে যাচ্ছি প্রিয়তম স্পর্শ
অনেক আকাশ ভেঙে সন্ধ্যা নামে বুকের ভেতরে
সহজ জীবনের সন্ধানে চলেছি আজন্ম উন্মাদ
যে জীবন হেঁটেছে শুধু সবুজ ঘাসের সাথে
সহজ ডানার সাথে যার আশৈশব পরিচয়
চেয়েছিলাম বেদনার সমান্তরালে কিছু আশ্রয়—
যে চায় প্রার্থনায় সে হারায় আরও তীব্রতায়।


ভুলে যাচ্ছি
তিলে তিলে ভুলে যাচ্ছি
পলে পলে ভুলে যাচ্ছি
যে সুতোয় গেঁথেছি তোমায় ছিঁড়ে যাচ্ছে কোথাও
যে রঙে এঁকেছি তোমায় মলিন হচ্ছে কোথাও
কোথাও খুব নিভৃতে পুড়ে যাচ্ছে অমল তৃণভূমি।
যতই ভুলতে যাই গভীরতা ততই টের পাই
তবুও ভুলতে যেহেতু হবেই ভুলে যাচ্ছি
নিজের সাথে রোজ লড়াই করে যাচ্ছি।