নিজেকে নির্মাণ করতে করতে, নির্মাণশ্রমিক, তুমি
পাও মাছের ঘ্রাণ, কষ্টের হলুদ প্রতিধ্বনি বুকে নিয়ে
দেয়ালে দেয়াল হয়ে মিশে থাকি, কাকে খুঁজি আমি?


অন্ধকারের হৃদয় হতে, যেখানে গজায় পরিত্যক্ত বীজ,
সুঘ্রাণ ভুলে চলে যাও যা কিছু ঘৃণা করো তুমি, আমি
যে শহরের ধুলো ধুয়ে ফেলি মধ্যাহ্নের প্রখর রোদে
বেহাত হতে হতে 'যাহা ছিলো নিয়ে গেল সোনার তরী'।


ভেতরে তুমি, তোমার ভেতরে আমি কিংবা অন্ধকার
কিংবা বৃত্ত, বৃত্তের ভেতরে কেন্দ্র, মূলত বিন্দুর সিন্ধু
হতে তুমি কোথায় যেতে চাও শৃঙ্খলিত বিবিধ পাখি
আমাদের রাতগুলো নিতান্ত সাধারণ, বৃত্তান্ত জেনেও
বারবার ঠিকানা ভুলে ভালোবাসি পৃথিবী, তুমি নারী।