নিয়ত ছাড়িয়ে যেতে যেতে
ছাড়িয়ে গিয়েছে যেসব বৃক্ষ
তারাও ছাড়াতে চায় দিগন্ত অসীম।
খেলা করে যারা দহনের ভেতরে
তারাও খোঁজে জীবনের চরম আরাধ্য
ফল ঝরে গেলে সমাপন হয় এই জীবনের।
ঔপমিক হরিণ তার সৌন্দর্য খুলে চলে যায় দূরে
পথে পথে চিহ্নের বেদনা,
কঠোর তপস্যায় যারা পেয়েছিলো ঘ্রাণের গোপন
নাসারন্ধ্র জুড়ে আজ পতনের দুর্গন্ধ।
ছেড়ে গিয়েছে যে স্মৃতি বিবর্ণ করুণ মৃত
সঞ্চয় করেছে নিঃশেষ নৈঃশব্দ্যের অতলে
যারা জীবনের আহার শেষে তৃপ্তি পাই না আর
হয়রান হয়েছে জলের অধিক ছলে
তারাও শিখেছে ক্রমাগত বদলে যাওয়ার প্রকৌশল।
অচলায়তন ভেঙে যারা শিখেছে সাঁতার
সহজ স্বাদের সাথে যাদের হয়েছে পরিচয়
গাণিতিক মাছের লোভ ভুলে তারা আজ সফল
পৃথিবী করে আজ তাদেরই বন্দনা।