আনন্দ করো আনন্দে মাতো আনন্দই জীবন
মৃত্যুতে ভেসে যাবে তোমার জাগতিক অর্জন,
জীবন দুঃখময় জগৎ দুঃখময় জেনেও এই সত্য
আনন্দ করো আনন্দে মাতো ভাসাও তব চিত্ত।


জীবন ছোট্ট যৌবন ছোট্ট মরছি ক্ষণে ক্ষণে
অনেক মৃত্যু নিয়ে আমরা ঘুরছি মনে মনে,
কীসের এত বড়াই তোমার ধুলোময় এই দেহ
একলা তুমি জগৎ মাঝে নাই যে তোমার কেহ!


আনন্দ করো আনন্দে মাতো আনন্দ ক্ষণস্থায়ী
জরা-ব্যাধির এই মেদিনীতে বেদনা চিরস্থায়ী,
পথে পথে বিপদ তোমার পদে পদে যন্ত্রণা
কীসের মোহে হচ্ছো পাগল কীসে এত মন্ত্রণা?


সুখের পিছু ছুটছে যারা কোথাও কি সুখ পেয়েছে
জীবন তার নিজের ভাষায় দুঃখের গান গেয়েছে,
ঝরা পাতার মাঝেই তুমি খুঁজে পাবে সব রহস্য
উৎকৃষ্ট বীজের ভেতরে রয়েছে উৎকৃষ্ট সব শস্য।


আনন্দ করো প্রেম করো শুদ্ধ করো তব হৃদয়
প্রেমিক হও ধ্যানী হও করো না বৃথা অপচয়,
জগৎ মাঝে দুঃখ যত সুখও আছে নিত্য তত
আনন্দ করো আনন্দে মাতো ভুলে গিয়ে সব ক্ষত।