আমাকে পোড়ানোর আগে জেনে নিও
পোড়ানোর প্রকৌশল
রাতের নির্জন বর্ণমালা
রন্ধনশিল্পের মৌলিক ইতিহাস।
খুচরো পয়সা দেখলে যার লোভ হয় নষ্ট ফুলের
শব্দ দেখলে যে কামনা করে নৈঃশব্দ্যের
সঙ্গ দেখলে যার আকাঙ্ক্ষা হয় নৈঃসঙ্গ্যের
পোড় খাওয়া জীবনের প্রৌঢ় জলের তলে
আলোহীন রাতের ভয় কাকে শোনাও তুমি
কাকে নিয়ে যেতে চাও ঘুঁজির প্রকোপে
নিপুণ জাল বুনে বুনে কাটে যার সময়।
এমন পাগল কোথায় পাবে যার নাই প্রলাপ
এমন কোন চোখ পাবে যার নাই জল
মানুষের স্নায়ু ছাড়া কোথায় পাবে স্বপ্ন
এই ভার এই বেদনার গল্প কাকে শোনাতে এসেছো
কাকে ভাঙতে এসেছে ভাঙনের আত্মবিনাশে
অস্তিত্ব জেনেও যে অবহেলা করে অস্তিত্বে, তাকে?