ছোঁ মেরে নিয়ে যায় চিল সদ্য ফোটা মুরগির ছানা
অসহায় মুরগি ডেকে যায় কিছুক্ষণ, স্তব্ধ হতে হয়।
সময় নিয়ে যায় যৌবন প্রেম জীবন, সাদা চুলগুলো
গুণতে থাকি এক দুই ষাট একশ দুইশ সংখ্যাহীন।
মাছরাঙা পাখিটি খুঁজে তার খাবার, যেমন খুঁজে-
সবাই সবার কাছে শিকার, চক্র ঘুরতে থাকে নিরন্তর
চাঁদের মতো নিঃসঙ্গ, হরিণেরা দল বেধে ছুটে আসে-
উপরে সর্তক বানর তবুও খুঁজে ফল রসনার বাঁচার
বাঘের থাবা ওৎপেত থাকে আড়ালে, কুমিরের সাথে
চলে মাছের অগাধ জীবন, সাগরে আর ভূমিতে কত!
ইগলের চোখে জেগেছে নেশা রূপের সুন্দরের ক্ষুধার
সাপের ফনায় মৃত ব্যাঙের পাশে পড়ে থাকে ঝরা পাতা
ঘাস খেয়ে চলে জিরাফ, তবুও সিংহ করে তারে শিকার
ঘাস খেয়ে বাঁচে জেব্রা, তবুও চিতা করে তারে শিকার।
এঁকেছি এ সভ্যতার মুখোশ তুমি শিখে যাও দারুণ
আমরা সবাই অপ্রয়োজনে করি আমাদের প্রিয় শিকার-
সুযোগ পেলেই মুখোশগুলো মানুষ সাজতে ভালোবাসে!