আলগোছে ভেবে যাই
আমার দেহটি যার
সে কী আমার?
আমার দেহটি কার
রাষ্ট্রের নাকি তোমার
সমাজের নাকি কারখানার
শূন্যতার নাকি বিধাতার?
জলে ভেসে ওঠে পাখি
নীলে নীলে মাছের মুখ
ভেতরে বৃক্ষের যৌনতা
বাহিরে নেই কোনো সুখ।
কার কার তুমি কার
বলো ধ্বনি, তুমি কার
ভাষার নাকি আমার
আমার নাকি ভাষার?