এখানে নেই কোনো দূষণ—
পৃথিবীর সব কোলাহল থেকে বিদায় নিয়ে
শোকবাতাস হয়ে নড়তে থাকি ভীষণ,
ক্রমাগত পাতা ঝরার মাঝে জীবনের পুনরুৎপাদন
দেখতে দেখতে ভুলে যাই রঙের বিবর্তন।


পাশে বয়ে চলে হলুদ জলের নদী—
চিন্তার ঝরনা থেকে কিছু সবুজ মাছ লাফ দিয়ে
চলে আসে ডাঙায়
মুক্তির লক্ষ্যে মৃত্যুর অজ্ঞানতায়।
ভীড়ের ভেতরে ভীড় হয়ে খুঁজেছি যাকে
কোন এক ভোরে রোদের ত্রিভুজে দেখেছি তাকে—
রাতের গভীরে তৃণভোজীদের জীবন যায় ঝরে।


শব্দের মাঠে ক্রীড়ারত কিছু শাদা ঘোড়া
নৈঃশব্দ্য পিঠে নিয়ে চলে যায় ললিত সন্ধ্যার কুটিরে।
বিবর্ণ বিবর্তন শেষে যে গঠন হয়েছে এখন;
কেউ কেউ অস্বীকার করলেও
আমাদের চোখের ভেতরে হয় জলের ক্রমাগত অপচয়।