আকাশের বিপরীতে হৃদয়ে বাসনার শেষ নাই—
ভেতরে উঁকি দিয়ে কাকে খুঁজো তুমি
কাকে চাও নিরন্তর দৃশ্যে?
তাই দেখি যা আমরা দেখতে চাই না কি
তাই দেখি পৃথিবী যা আমাদের দেখায়।
রঙ্গমঞ্চে কার নৃত্য দেখে তুমি মোহিত হও, হচ্ছো—
ভোরের অপার্থিব ঘাস, মুমূর্ষু দুপুর কিংবা শীতের শেষে
যারা বুকে সুর নিয়ে মথিত হয় বাতাসে
কিংবা দৌড়াতে দৌড়াতে যারা ঢুকে পড়ে জালে
পালাতে গিয়ে পালিয়ে যায় রুপোলি রাতের বটগাছ
আকাশের বিপরীতে হৃদয়ে দুঃখের শেষ নাই।
আমরা যারা বধির তারা নিজস্ব শব্দের জটিলতায়—
হে জটিলতা, কোথায় ছিলে তুমি?
সুদূর রাতের হলুদ বরফ গলতে গলতে
যখন ফুলের জীবন থেকে হারিয়ে যায় কয়েকটি মুহুর্ত
আকাশের বিপরীতে হৃদয়ে তৃষ্ণার শেষ নাই।
এত শোক বুকে নিয়ে হে জীবন্ত অসুখ
যাকে তুমি ভেবেছিলে ছায়া সে তো রূঢ় বাস্তব
যাকে তুমি ভেবেছিলে বাস্তব সে তো করাল ছায়া।