কলা অনুষদ থেকে হাঁটতে হাঁটতে
তুমি চলে যাচ্ছো সমুদ্রে—
এখানে ঘনঘোর অন্ধকারে তুমি দেখবে না ফলের রঙিন।
যেতে যেতে সমুদ্র পাখি হয়ে ফিরে আসে
তোমার শরীরে,
সংখ্যাহীন হরিণের স্নিগ্ধতা ফুরিয়ে আসে রোজ।
দারুণ অবহেলা শিখেছো প্রতিদিন প্রেমের
আলোয় জ্বলজ্বল করা রাত্রির মাইগ্রেন
হঠাৎ আমাদের স্বপ্নগুলো নিয়ে পালিয়ে যায়;
দেয়ালের লেখাগুলো চতুষ্পদ জন্তু হয়ে বেরিয়ে আসে
বিড়ালের সাথে কেটে যায় আরও কিছু বিষণ্ণতা।
যে গলিতে তুমি রোজ হারিয়ে যাও
কোথাও নেই শিকারির উৎপাত
তবুও শাওয়ারে শরীর থেকে মুছে ফেলো সময়ের ক্লেদ।
এইসব ক্লেদজ পথে তোমার হাঁটা হবে না
জীবনের জটিল ছুঁবে না তোমায় কোনোদিন
সস্তা রুটিগুলো সাধনায় পাবে না তোমার ঠোঁটের স্পর্শ
অথচ কফিশপে এমনি স্নিগ্ধতা নিয়ে তোমার সন্ধ্যা নামে।
কলা অনুষদে কখনও দেখা হলে
ততদিনে ভুলে যাবে লবণাক্ত আকাশ—
তুমি সমুদ্র সমারুঢ় জীবনের বিপুল স্পন্দন
তোমাকে দেখার জন্য একটি জীবন কেনো অনন্ত নয়?