সংখ্যাহীন পাপড়ি নিয়ে ফোটা একেকটি গোলাপ
যেনো প্রেয়সীর খোঁপা;
বৃন্ত থেকে ঝরে পড়লে শুরু হয় বৃষ্টি—
বিরহের আকৃতি কি তাহলে বৃত্তের মতো?


বই পড়তে গিয়ে
বই আমাকে পড়ে ফেলে
এই দ্বিধায় ক্রমশ জটিল হতে হতে
রূপান্তরিত হই অজস্র বইয়ে।
গাছ ও মাটির দূরত্বের ব্যবধানে
একটি ফল ঝরে পড়তে পড়তে
কিছু গ্লাস ভেঙে যায় হঠাৎ করে।


একটি গরুকে কিছু ঘাস খেতে খেতে
একটি গরু কিছু ঘাসকে খেয়ে ফেলে!
পৃথিবীর এই নিয়ত নাগরদোলায়
যে এখন ওপরে
সে এখন নিচে
যে এখন নিচে
সে এখন ওপরে
বৃত্তাকার এই খেলায়
স্থির কে কোথায়?


আলোয় চোখ মেললে আলো
আঁধারে চোখ মেললে আঁধার
আলো-আঁধারের এই খেলার
জট খুলতে খুলতে দড়ির কাঠামো কোথায় হারায়?