যাব কি না-যাব এর মাঝে দাঁড়িয়ে
দ্বিধার কম্পাসে আঁকছি অজস্র আমি।
সময় চুরি করে নিয়ে যায় নদীর যৌবন
বৃক্ষের বুকে আঁকতে থাকি নির্মল যন্ত্রণা
দুপা বাড়াতেই দেখি ঝরে পড়ে মাথার চুল
নিজেকে গুটিয়ে রাখি নিজেরই চামড়ায়।
কোমল পিন দিয়ে গেঁথে রেখেছো দেয়ালে
সন্ত্রাস ছড়িয়ে পড়ছে শরীরের সবখানে
ট্রিগার চাপলেই পাবে মৌলিক ক্ষত
কে আর এমন আছে হবে রোজ আহত?