আঙুল বাড়ালে হাত পুড়ে যায়
হাত বাড়ালে নিজেই পুড়ে ছাই
এমনি এক নিয়তি নিয়ে আপেল চাষের স্বপ্ন দেখি।


চক্রাকারে দুঃখ আসে, যেন আমি ছোট নৌকা
প্রবল স্রোতে ভেসে যেতে হবে এখানে সেখানে;
মাঝে মাঝে পরাজয়ই জয়, জয়ই পরাজয়
তবুও বিশ্বাস রাখি চিতার দৌড়ের প্রতিভা পেলে
তোমাকে পেয়ে যাবো না-পাবার সুরে ও স্বরে।


চোখে দেখে যারা তারাই চোখে দেখে না বেশি—
রাতের শরীর থেকে ঝাঁকে ঝাঁকে আলো ছুটে যাচ্ছে
এবং দ্যাখো আমাদের নিয়তি নির্ধারিত হচ্ছে কতিপয় দানবের ডাইনিং টেবিলে।


অদ্ভুত জ্বরে ভুগছে সবাই কেউ কেউ ক্যান্সারে কেউ কেউ স্বপ্ন কিনতে বাজারে যায়—পৃথিবী এমনই এক এতিমখানা।


বোমার ভালোবাসা ভালো নয় সবসময় কিংবা তুমি উড়তে
উড়তে চলে গেলে ভুল বসন্তে স্বপ্ন ভেঙ্গে গেলে কেউ কেউ
উড়ার বাসনায় বিড়ালের দাঁতের সৌন্দর্য শেষে ফিরে যায়।


সব খেলা খেলা নয় সব খেলা খেলা হয়—এমনই এক ভোরে
আমরাও জেগে উঠবো হয়তো মৃত সেই প্রজাপতির শোকে।