শূন্যতার অধিক শূন্যতা নিয়ে
সবুজ সাইক্লোনে যদিও ধ্বস্ত
মুহুর্মুহু আক্রমণে তীব্র বিধ্বস্ত
তোমাকেই চাই পূর্ণতার অধিক।


ধীরে ধীরে হও তুমি অচেনা
ব্যর্থতার অধিক ব্যর্থতা নিয়ে
সাধনায় পাবো না জেনেও
ধীরে ধীরে আমি যাই সুদূরে।


চারিদিকে যে দেয়াল উঠেছে
কীভাবে ভাঙতে পারি আমি
কীভাবে ভাঙতে পারো তুমি
রয়ে যাবো দেয়ালের দুপাশে।


এইসব উপকথা পেরিয়ে যদি
হরিণ চলে আসে স্থলের বুকে
হারিয়ে কেউ কেউ পেয়ে যাবে
তোমাকে পাওয়ার সুতীব্র স্বাদ।