স্বপ্নের ভেতরে স্বপ্ন হয়ে জেগে থাকি—
জেগের থাকার এই নেশায়
বিরল কিছু দৃশ্যের দেখা পেলে
ঠোঁটের কোণায় জমে থাকা মেঘ
বিস্তৃত বিরহে ঝরে পড়ে এবং
কিছু কিছু ফোঁটার ঘটে অপমৃত্যু।


নিস্তব্ধ গ্লাস ভেঙে গেলে
চারিদিকে ছড়িয়ে পড়ে তোমার স্মৃতি;
আরও কিছু মুহূর্তে আরও কিছু ঢেউয়ে
ডুবে গেলে অন্ধকার
দাঁতে আলো প্রস্ফুটিত হতে হতে
গাঢ় হয় ডিমের কুসুম।


কল্পনায় তোমাকে দেখে নিয়ে
পাথরের প্রয়োজনীয় অংশ কেটে কেটে
তোমাকে নির্মাণ করি আর নিজেকে
নিক্ষেপ করি মধ্যদুপুরের শূন্যতায়।
জলে বিষ মেশালে ঝাঁকে ঝাঁকে হলুদ
মাছ ছুটে আসবে জালে
এই আশঙ্কায় কুকুরেরা পালিয়ে বেড়ায়
কম্বলের ভেতরে স্বায়ুতে কিংবা সৌরভে।