আসুক, পরাজয় আসুক
আসুক আমার ঠোঁটে চোখে গ্রীবায় আঙুলে হাঁটুতে
আসুক আমার স্নায়ুতে চিন্তায় বোধে পোশাকে ঘুমে।


বিদীর্ণ করুক আমার প্রিয় শার্ট, প্রেমের হাহাকার
টর্নেডোর মতো আমাকে করুক বিধ্বস্ত লণ্ডভণ্ড গৃহহীন
পরাক্রান্ত গতিতে গুড়িয়ে দিক সুখের সম্ভাবনা
যাতে আমি ছুঁতে না পারি আর কোনো নারীর শরীর।


পরাজয় আসুক জয়কে পরাজিত করে
পরাজয় আসুক শান্তিকে অশান্তি করে
পরাজয় আসুক সুখকে অসুখ করে
পরাজয় আসুক বসুক দেখুক চিনুক আমাকে।


যার নেই কোনো ক্ষয়ের ভয় মৃত্যুর ভয় হারানোর ভয়
তুমি আর তাকে কতটুকুই বা করতে পারো পরাজয়!