কোথাও মানবিক মাংস নেই, গ্রন্থ নেই—
আমাদের আঙুলে, কথা ছিলো বাজবে শান্তির তবলা,
জমা হচ্ছে কালের ব্যাধি, ল্যান্ডফিলে শুধু পলিথিন।


বিমানবিক রাতে ফল ঝরে পড়ে বুকে
বীজের শরীর থেকে ভেসে আসে বিভৎস দৃশ্য;
আমার আঙুলের অমল স্পর্শগুলো
দৃঢ় হতে হতে, নদীশূন্য শহরের কাছে কিংবা পয়সার
স্মৃতি ভুলতে ভুলতে হয়ে ওঠে সন্ন্যাসী।


পারমাণবিক দুপুরে যখন ওড়ে যায় এক ঝাঁক কবুতর
তোমার বারান্দায় জমা হয় মানুষের রোদন
নিরস্ত্রীকরণের কথা বলে তুমি বাড়াও রাতের অস্ত্র
ভয় নেই, পরাজয় জেনেও মানুষ মরে যেতে পারে।