তৃষ্ণা মূলত দুঃখ বাড়ায় এ সত্য জেনেও
মানুষ রোজ বাজারে যায়
বাড়ায় স্বপ্নের ব্যাসার্ধ
পাহাড় জয় করার স্বপ্নে বিভোর
হে তারুণ্য তোমাকেই আজ চাই


রয়ে গেছো আজও অগাধ গোপনে
দেখা হবে না কোনোদিন তোমার রঙিন
কুকুর জানে না তার পিতৃ পরিচয়
তবুও চমৎকার ফলন হয় পুষ্ট বিরহে
তৃষ্ণা মূলত তৃষ্ণা বাড়ায় এ সত্য জেনেও
বারবার কেনো প্রেমে পড়ি?


এইরকম দৃশ্য তুমি কোথায় পাবে
গলিত ক্লেদজ প্রহরীকে ফাঁকি দিয়ে
কোথাও মৃত্যুর কোনো দৃশ্য নেই
কোথাও জন্মের কোনো দৃশ্য নেই
অমরতা পেলে পিতা আমার জন্ম হতো না
ছোঁয়া হতো না তোমার নধর অধর।


সাঁতার শিখিনি বলে অবহেলা করেছো
অথচ কত রাত সমুদ্রে করেছি অবহেলা
যৌবন চলে গেলে ফলেরা ঝরে পড়ে
তৃষ্ণা মানুষকে অসৎ বানায় এ সত্য জেনেও
কাকের বাসায় কোকিলের জন্ম হয়।