কাম ও সংযমের মাঝে দাঁড়িয়ে আছি
যেন আমি এক অদ্ভুত সরল দোলক
দুল খেতে খেতে জটিল হতে থাকি।
শরীর জুড়ে মাংসের চিৎকার
ভেতর জুড়ে পশুত্বের উৎপাত
এত সংশয় নিয়ে এত শাস্তি নিয়ে বেঁচে আছি
যেন আমি এক সিসিফাস
কষ্টের অনন্ত জালে আটকে আছি।  
মোহনা থেকে ফিরে আসি উৎসে
উৎস থেকে ফের ফিরে যাই মোহনায়
দুটি বিন্দুর মাঝে আটকে আছি
নির্বাসিত কামনা নিয়ে বেঁচে আছি।      
একা জ্বলে জ্বলে হয়েছি একাকী
নিজের কষ্টগুলো তাই ইচ্ছেসুখে আঁকি।