দুঃখ করো না, প্রিয়
আবেগরিক্ত এই সমকালে
দুঃখ বোঝার মতো কেউ নেই।
অবিরত ক্ষতের নীলে
ভুলে যাও জীবনের স্বাদ
এই জনবহুল বদ্বীপে
একান্ত দুঃখ শোনানোর মতো
তুমি মানুষ কোথায় পাবে?
জীবনের ধ্বস্ত সন্ধ্যায়
কোথাও খুঁজে পাবে না তুমি
এতটুকু হৃদয়ের সহমর্মিতা।
যন্ত্রের সাথে সাথে আজ
মানুষও গিয়েছে যন্ত্রী হয়ে
দুঃখবিলাসী মুখোশ পাবে
মুখ পাবে না কোথাও তুমি।
দুঃখে যারা দুঃখী হতো
তাদের হৃদয় গিয়েছে পচে
মানুষ, হারিয়ে ফেলেছো কি
মানুষ হওয়ার মতো সব হুঁশ?