আমাকে দুঃখ দিও না তুমুল
আমাকে দুঃখ দিলে
পৃথিবীর পথে পথে ঝরে যাবো এবার অনেক।
সয়ে যাই আজও সতেজ ব্যর্থতা
মানবিক ঘড়ি থেমে যায় বারবার
স্নায়ুর ভেতরে জুড়ে বিমূর্ত ভীড়।
ঝরে যেতে হবে ওষ্ঠের স্বাদ ভুলে
ঘুরে ঘুরে খুব ঝরা পাতার সাথে
বনের ভেতরে পদচিহ্ন এঁকে এঁকে
তারপর হঠাৎ মিশে যাবো ক্লান্তির ডানায়।
নরকের ভেতরে যারা ফুল ফোটায়
তাদের সাথে ছিলো হৃদয়ের সুখদ
ভেঙ্গে যেতে যেতে পরিচয় হবে আবার।
এখানে সুবলিত সুরে নেচে উঠে প্রাণ
রাত্রির ডানা ক্লান্ত হলে সময় অদ্ভুত—
তবুও তোমাকেই চাই জলের অধিক।
আমাকে দুঃখ দিও না তুমুল
আমাকে দুঃখ দিলে
দহনের অধিক তুমিও পাবে দহন।