শূন্যতার দিকে তাকিয়ে আছি—
নিস্পৃহ আঙুল বাজতে বাজতে ছুঁয়ে ফেলে স্মৃতি
আগাছা বুকে নিয়ে দৌড়ে যাই দিগন্তে।


শিমুল ফুলের মতো সুন্দর অপরাহ্নে তুমি
যাকে মানুষ কামনা করে শিল্পের উন্মাদনায়
রক্তে ভেসে যাচ্ছে ব্যক্তিগত সন্ধ্যা; আহত দুপুর
দাঁড়িয়ে দেখছে তোমার প্রস্থান, দৃশ্য আরও দৃশ্যমান
হতে হতে তুমি অপসৃয়মাণ হও করুণ রেটিনা হতে।


পোড়া মাটির ফলকের ভেতরে নিজের গন্ধ পাই
বালিশের বুক জানে কতটা রাত জেগে জেগে
কিংবা এই আকাশে মেঘ জমে জমে দুঃখ বাড়ে—
আমের বোলের মতো তোমার মুখ দাঁড়িয়ে থাকে
আরও নাজুক, আরও ভঙ্গুর এই আমির গভীরে।