স্বপ্ন ছুঁয়েছিলো আমাকে
বহুদিন পরে
নৈরাজ্যের ভেতরে ছিলো জীবনের স্নিগ্ধতা।
আকাশের আলুলায়িত চুল হতে
এক ঝাঁক পাখি তাদের ধস্ত ডানায়
করে নিয়ে আসে সুচারু যন্ত্রণা—
এখানে অনেক ভীড়ের মাঝে তুমি কোথায় ছিলে?
ধ্যানমগ্ন ঋষি এক আমার দু'চোখ
পরিত্যক্ত পলিথিন, সুউচ্চ টাওয়ার থেকে শুরু করে
পৃথিবীর বিবিধ উৎসবে
তোমাকেই খুঁজে বেড়ায়;
তোমার মুখের মতো বেদনার সন্ধানে
ঘুরেছি যেন এক বন্দরহীন জাহাজ আমি—
তবুও শান্তি ছিলো কঙ্কালের পরিধি জুড়ে
কোথায় আজ সে পরিচিত সুখের মেহগনি
কোথায় সে কাঠ, বনভূমি, হলুদ-পরা পাতারা?
পূর্ণতার মাঝেও থাকে অনেক অপূর্ণতা
যেমন থাকে গন্ধের শেষে দুর্গন্ধ—
কোন মেগাসিটিতে তুমি হাঁটছো এখন, হে অধরা?