কতবার নিলীন হয়েছি নিঃসীম নীলিমায়
কতদিন নরম ঘাসের বুকে রাখিনি হৃদয়,
হরিণ-ভাগ্য নিয়ে বেঁচে আছি উদগ্র আশায়।
কতদিন হলো হাঁসেদের শব্দ শুনেনি হৃদয়
স্নায়ুতে নেই কোনো মৌহারী মাংসের রাত—
বেঁচে আছি তবুও প্রিয় ফুল শৈশবের অনাথ
বেঁচে থাকি তবুও প্রিয় পাহাড় যৌবনের বুভুক্ষু।
স্বপ্নের ভেতরে স্বপ্ন ছিলো, ছিলো নিশাত নির্বেদ
ক্লান্তি ছিলো অবাধ আকাশের বিশাল শরীরে,
হঠাৎ ডিম ভেঙে গেলে ঘাতকেরা প্রবেশ করে
ধীরে ধীরে বুনে যাচ্ছে বিবিধ রঙিন গামছা।
অসুখে নিমজ্জিত, চারিদিকে ঘনঘোর ভাঙন
স্বপ্নওয়ালা, আমাকে বলো স্বপ্নের সমস্ত রঙিন
আমাদের করুণ জীবনের এই মধ্যাহ্নে
তুমি শিখিয়ে দাও বিস্তৃত জীবনের অঢেল।
স্বপ্নওয়ালা, দেখে যাও কী করুণ আকুতি, মাইগ্রেন
চারিদিকে ঝকঝকে অন্ধকার হাতছানি অব্যর্থ বিষণ্নতা
নিয়ে কেটে যাচ্ছে আমাদের একেকটি দীর্ঘব্যাপী রাত।