যেমন করে বাজাতে চাও তুমি
তেমন করেই বাজাতে পারবে আমায়,
যেমন আকৃতি দিতে চাও তুমি
তেমন আকৃতিতে আমি অভ্যস্থ আছি বেশ।
আমাকে রূপান্তর করতে পারবে পানিচক্রের মতো
আমাকে ইট ভাঙার মতো টুকরো টুকরো করতে পারবে
পাঁজরের ভেতরে বপন করতে পারবে শ্রাবণের অসুখ।
তুমি শুধু বলবে নত হও
আমি নত হয়ে যাবো
তুমি শুধু বলবে তাকাও
আমি অন্তহীন চেয়ে থাকবো,
যদি বলো রাত হও
আমি রেটিনার আলোর পথ পুড়ে ছারখার করে দেবো
যদি বলো ঘুমাও
আমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে কাটাবো এই যৌবন।
বস্তুত আমার স্নায়ু তোমার স্নিগ্ধতা দ্বারা প্রভাবিত
আমার দুচোখ তোমার হাসি দ্বারা ব্যাধিগ্রস্ত
তোমাকে ছাড়া আমার হৃদয় কোনো বর্ণমালা জানে না
তোমার সমতল ভূমি ছাড়া সে কিছুই জানতে চায় না।