চড়ুই পাখিরা উড়ে গেলে
সময়ের ঘোড়া চলে যায় অসীম অন্ধকারে—
ফুলেরা হারায় তাদের সমস্ত রঙিন।
তোমার শরীরে সমুদ্র ভীষণ এখন
স্নিগ্ধতা ছুঁয়ে যায় রাস্তায় রাস্তায়;
রুটির দোকান থেকে কারা যেন সময়কে ফাঁকি দিয়ে
কিনে নিচ্ছে কিছু সঙ্গ
আর একটি মহাজাগতিক পয়সা ঘুরতে ঘুরতে
চলে যায় তোমার ড্রয়িংরুমে।
মস্তিষ্কের ভেতরে এক বাঘ হাঁটে
শিল্পের সৌন্দর্য তার হৃদয়ে জাগায় অস্থিরতা—
কত শত গলি আর ঘুঁজির এই শহরে
মানুষের ত্রস্ত সূর্যাস্তের পাশে
যারা খুঁড়তে থাকে রঙিন কবর
তারা হয়তো পেয়ে যায় গণিতের খুঁটিনাটি।
তোমাকে চেয়েছি বলে সময় আমার সাথে খেলা করে
বাঘের সামনে দাঁড় করিয়ে দেয় চিরকাল আমায়
অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের নজর এড়িয়ে
চিরকাল আমাকে চলে যেতে হবে দূরের শূন্যতায়।