করুণ বরফে জমে যাচ্ছে জীবনের সঞ্চয়
পুড়ে যাচ্ছে প্রিয় সব রাতের সুদীর্ঘ বনাঞ্চল
শেষ পাখি, তুমিও কি ছেড়ে যাবে এই লোকালয়?
হায় প্রেম তবুও প্রেম আমাকেই কেনো খুঁজো
কেনো আমাকেই সুদূরমগ্ন বিষন্ন যাত্রাপথের মুগ্ধতায়
নিয়ে যাও চঞ্চল ঢোলের কাছে?
বিবিধ সুখের মোহে যখনই তোমাকে ভুলে যাই
তখনই টের পাই এ পথ আমার নয়!
পরিত্যক্ত জীবনের কাছে এসে তখন হাঁটু গেড়ে বলি
হে আজন্ম বন্ধু, কেনো আমায় ভুলে যাও?
পৃথিবীর সব নরক হাঁটা হে আমার ক্ষয়িষ্ণু জীবন
কেনো বারবার একই মেঘের জন্য কামার্ত হও?
সাধনা অপার তবুও অপারগ বসন্তের কাছে
কেনো ফুল ভিক্ষে চাও?
আমার পলে পলে শৈবাল তুমি, মানবী ভূমি
স্পর্শেই ভেঙে যায় যন্ত্রণাবিধৌত এই ক্লান্ত শরীর—
চাষের সমস্ত নিয়ম মেনেই করে যাই আবাদ
তবুও ফসল হয়ে চলে যাও তুমি সফল।