চুপচাপ টুপটাপ রোজ তুমি ঝরছো
দাউদাউ স্মৃতি হয়ে হররোজ পুড়ছো
মনমন খেলাগুলো কোথা যে পালালো
ঠোঁটেঠোঁটে সন্ধ্যাবলি কোথা যে হারালো?
চোখে চোখে কত কথা হতো আমাদের
দিমদিম তৃষ্ণাগুলো কেনো আসে ফের
কাননের পুষ্পগন্ধা রোজ তোমায় স্মরে
মনোবন তপোবন শুধু আনচান করে।
মিনমিন হাওয়ায় রোজ গান গেয়ে যাই
সবদিকে ঢুঁড়ে দেখি তুমি কোথাও নাই
সবদিকে ঢুঁড়ে দেখি আছো সবখানে
বেজে যায় এক বাঁশি বাজে ধীরে প্রাণে।
নিবুনিবু তারাগুলো জ্বলে আর নেভে
প্লাটফর্ম ছেড়ে গেলে বেশি মনে পড়ে
মনে পড়ে ছেড়ে গেলে মনে আরও থিতু হও
সবকিছু মুছে গেলেও তুমি সদা থেকে যাও।