দূর দূর বহুদূরে তুমি চলে যাচ্ছো স্বপ্নের পরিধি ভেঙে
সুদূরমগ্নতার দিকে ধীরে ধীরে দীর্ঘ নদী দুঃস্বপ্ন ভুলে
যে জল পাবে না শরীর রাতের তৃষ্ণায় ক্লান্তিতে চোখ
চেয়ে থাকে যে মারণাস্ত্র তুমি ভুলে ছুড়ে দাও মুহুর্মুহু।


যে পাবে অবারিত সুনীল জলের তীব্র জীবনের বিষাদ
দুঃখের মোহনা থেকে ছুটে যাবে রাতের সুদীর্ঘ সঙ্গীত
যারা উদ্যত বুকে শিখে যাবে শরীরের গোপন সুচারু
তাদের সমান্তরালে আমি গেয়ে যাবো আমৃত্যু তোমায়।


মায়াময় ছায়া জুড়ে রোপণ করেছি তোমাকে অসুখে
অসম্ভব জেনেও এই বৃষ্টিহীন রুক্ষ মাটির গভীরে
চুম্বনের স্বাদ ভুলে ওগো ধাবমান দুঃস্বপ্ন আর পতন
তোমাদেরই করেছি আমার একান্ত ব্যথার উপশম।


যে তুমি হাঁটো মাত্রাবৃত্তে ধ্বনিতে দুপুরের পিপাসায়
যারা লড়ে যাই জেনেও পরাজয় তুমি সুদূরের ভূমি
ব্যর্থতাকে আকণ্ঠ পান করে এখানে নরম রাতের
লোভে যারা আসে বারবার তারা ঝরে পড়ে ঝড়ে।