চলে গেলে একা লাগে কাছে এলে আরও একা
রিক্তবক্ষ আশ্রয় খোঁজে পেতে গেলে সবই ফাঁকা
চারিদিকে এত মানুষ আমার মানুষ কোথায় পাই
একা মানুষ একলা ক্ষণে আমি একটা তুমি চাই।


ব্যথা বাড়ে রাত্রি এলে বুকের ভেতর আগুন জ্বলে
স্বপ্নে তোমার স্পর্শ পেলে বুক ব্যথাটা যায় যে গলে
তোমায় দেখলে লেকের পাড়ে ভিড় বাড়ে অহরহ
তোমায় পেলে ওগো দেবী জীবনটা হতো অর্থবহ।


স্মরণ করি রোজ বসন্তে গোলাপ কিনি হররোজ
কোন বসন্তে আমার হবে করবে তুমি সাজগোজ
হাতটি ধরে হাঁটবো আমি সারা শহর করবে ঈর্ষা
ভুগছি আমি তুমি রোগে করো আমায় সুচিকিৎসা।


বুকটা জুড়ে হাহাকার আমার ওষ্ঠ জুড়ে ছারখার
কেমন করে পাড়ি দেবো একলা রাতের পারাবার
শাড়ি পরা কাউকে দেখলে ক্ষত বাড়ে মনে পড়ে
কষ্টের রাতে বুকের পাশে থাকতে যদি তুমি ঘরে।