কষ্ট হয়
খুবই কষ্ট হয়
জবাই-করা পশুর
যেরকম কষ্ট হয়
ঠিক সেরকম কষ্ট হয়।
কষ্ট হয় তীব্র থেকে তীব্রতর
মনে হয় অন্তহীন দাবানলে
পুড়ে যাচ্ছে হৃৎভূমি
অনন্তর এ পৃথিবীতে
গভীর হতে গভীরতম
বেদনার ভাষা বুকে নিয়ে
জেগে থাকি এই দুঃসংবাদ।
দুঃসহ অভিঘাত নিয়ে
হেঁটে চলি নির্বাক দুপুর
মৃত নদীর কাছে বলি
কতটুকু জলের প্রয়োজন
আগুনের কাছে বলি
পোড়াতে পারবে কতক্ষণ?
অনেক হলুদ স্বপ্নের শেষে
যখন জেনেছি তোমাকে পাবো না
শীতের প্রিয় শহরে
রাতের অচেনা রিক্সায়
কিংবা শব্দের গলিতে
স্বপ্নের বর্ণিল সৈকতে
তখন কষ্ট হয়
আমার খুব কষ্ট হয়।
যখন জেনে গিয়েছি
তোমাকে পাবো না এই আঙুলে
বুকে বারুদসম প্রতীক্ষায়
চেয়ে থাকি এই অসহায়।
তুমি পরিযায়ী পাখির মতো
চলে যাবে দূরে বহুদূরে
ছড়িয়ে স্মৃতি সব আকাশে
স্পর্শপ্রত্যাশী চির অনিকেত  
যখন পাবো না তোমার চুলের সুখ
চোখের সৌন্দর্য ওষ্ঠের পেলবতা
আজন্ম চোখে তৃষ্ণা নিয়ে
বলি কথা অন্ধকারের সাথে
কতটুকু সফল হলে
তোমাকে পেতাম পলে পলে?