ফুলের মতোন পেতাম যদি সুন্দর একটি জীবন
আনন্দে আনন্দে কেটে যেতো মুহূর্ত সারাক্ষণ
বাতাসে বাতাসে ছড়িয়ে দিতাম সৃষ্টি অনাবিল
ক্ষণস্থায়ী এই জীবন মাঝে পেতাম স্বর্গের মিল।


ফুলের মতো হাসতে পারলে পেতাম পরমায়ু
প্রাণের মাঝে খুঁজে পেতাম মন-ভিটামিন বায়ু
ঝরে যাবো খুব নীরবে মুছে যাবে সব ঘ্রাণ
বিরল সুন্দর তোমার মাঝে এই মেদিনীর দান।


কে আছে পৃথিবীর মাঝে তোমার মতোন অক্ষয়
কোন সে রূপসী নারী তোমায় করে পরাজয়
কোন সে জলের জলজ তোমাকে হারাতে পারে
কোন সে পৃথিবীর সৃষ্টি তোমার নজর কাড়ে?


তোমার মতো জীবন চাই চাই অব্যর্থ সতেজতা
ঝরে যাবে বলেই তো তোমার এই অমরতা
দৃষ্টির শিল্প সৃষ্টির শোভা তুমি চির নির্মল
তোমার মেদুর ঘ্রাণ বাড়ায় তৃষিতের বল।


সবকিছু ঝরে যাবে ঝরে যাওয়ার এই আয়োজনে
তোমাকে ভেসেছি ভালো মৃত্যুর অমোঘ প্রয়োজনে
পৃথিবীর সব ঘ্রাণ একদিন দুর্গন্ধে পরিণত হয়
ঝরে যাবে ঝরে যাবো কেনো এই নিয়ে এত ভয়?