একদিন কোন মোহে ভুলে গিয়েছিলে জীবনের স্বাদ
কোন মরীচিকা এসে কেড়ে নিলো বিপুল আস্বাদ?
কেনো ফেলে যেতে হয়েছিলো, হে পিতৃপুরুষেরা
ফেলে যেতে হয়েছিলো তোমাদের শস্যের ঘ্রাণ
ফেলে যেতে হয়েছিলো বিশ্বাসী মাটির উর্বরতা
ভুলে যেতে হয়েছিলো অরণ্যের আদিম রহস্য?
কীসের আশায় দলে দলে ছেড়েছিলে পরিচিত ভূমি
দয়িতার শরীরের ঘাম ভুলে কী পেয়েছিলে তোমরা?
তোমাদের চোখে ছিলো অনিশ্চয়তা
তোমাদের স্নায়ুতে ছিলে উৎকণ্ঠা
তোমাদের হৃদয়ে সবুজাভ মায়া—
তবুও ছুটেছিলে তোমরা
দলে দলে পতঙ্গের মতো অনাগত মৃত্যু আলোর দিকে!
তোমাদের পাঁজরে জন্ম নিলো হিংসা
তোমাদের ভাষায় ঢুকে গেলো বিদ্বেষ
হৃদয়ের গভীরে হারালে পৃথিবীর স্নিগ্ধতা;
তোমরা তিলে তিলে গড়ে তুললে নগর
শ্রমে আর ঘামে গড়ে তুললে কারখানা
তোমরা আবিষ্কার করলে নদী হত্যার কৌশল
তোমরা আবিষ্কার করলে অরণ্য ধ্বংসের কৌশল
তোমরা আবিষ্কার করলে বায়ু দূষণের কৌশল!
হে পিতৃপুরুষেরা, উন্নয়নের অর্রাজমের উত্তেজনায়
তোমরা রেখে গেলো এক প্রনষ্ট পৃথিবী
দেখে যাও হে পিতৃপুরুষেরা, আমরা কত সুখে আছি
আমরা কেমন সুখে আছি
দেখে যাও হে পিতৃপুরুষেরা, দেখে যাও।