দুঃখের কোনো ধর্ম নেই—
এমন কোনো মানুষ নেই
যে ঘৃণা করে ফুলের সৌরভ ফলের স্বাদ
এবং যারা একদিন ছিলো হাতের দূরত্বে
কত রাত কেটে গিয়েছে প্রাচীন বনভূমি
কেউ কাউকে আর দেখিনি
শুধু স্বপ্নের ভেতরে স্মৃতির ভেতরে
বন্ধুরা ক্রমেই স্থান নিয়েছে আগাছার।
জলের নাভিতে স্বপ্ন জমা ছিলো
পাহাড়ের ওষ্ঠে ছিলো ত্রিভুজ চুম্বন
জীবনের চুম্বক হারায় যদি তার ক্ষমতা
কেউ মনে রাখে না
পৃথিবীর দুর্গন্ধে প্লাবিত হয় বিবিধ প্রান্তর।
অস্পষ্ট হতে হতে নরম গোধুলি
কোন আলোয় দেখাব এই নতমুখ
হৃদয়ের ভেতরে তৃষ্ণা জমা রেখে
ওষ্ঠে আমার ছদ্ম জলের ঘ্রাণ
বীজের মতো ছড়িয়ে ছিটিয়ে
কেউ কেউ আজ অনেক দূরে
দেখা হবে না কথা হবে না
হবে না সেই নদীর প্রলাপ—
এখন গভীর রাতে বইয়ের স্নিগ্ধতার মাঝে
আমায় খুঁজে বেড়ায় কোন সে আমারে।