অবহেলা দাও
আমাকে অবহেলা দাও
সুতীক্ষ্ণ সুতীব্র সব অবহেলা।
কথা দিলাম অবহেলা করবো না তোমার অবহেলাদের
খুব আদর করে রেখে দেবো স্নায়ুর গহীন গভীরে।


অবহেলা দাও তুমি
আমাকে মারণাস্ত্রসম অবহেলা দাও।
আমাকে বিক্ষত করো অবহেলার চুমোয়
আমাকে বিখণ্ড করো অবহেলার  উষ্ণতায়
ভারবাহী বুক বইতে জানে নারীর অবহেলা।


যতটুকু সইতে পারি সইবো তারও অধিক
যতটুকু ভাঙতে পারি ভাঙবো তারও অধিক
যতটুকু জ্বলতে পারি জ্বলবো তারও অধিক
যতটুকু ঝরতে পারি ঝরবো তারও অধিক,
শুধু অমল অবহেলা দাও
সকালে বিকালে রাতে
তিনবেলা অবহেলা দাও।


হারানোর অধিক হারিয়েছি আমি
শোকের অধিক হয়েছি শোকাভিভূত
আমাকে আর কতটুকু অবহেলা করবে তুমি?
রঙিন সুতোর ভেতরে বর্ণহীন এই আমি
গলায় সুর নিয়েও আজ বড্ড বেসুরো!


বুকে দাউদাউ
অবহেলা দাও
নিয়মিত অবহেলা পেলে
তোমাকেই পাবো আমি
না-পাওয়ার অলিগলিতে।