আবার কোনো এক গ্রহে, যা ছিলো ব্যর্থতা আমার
ঘুচিয়ে নিপুণ শ্রমে আর ঘামে, আমাদের দেখা হবে পৃথিবীর পরিচিত দুপুরের পথে, ব্যস্ততার অবসরে।


তেমনি কল্পনায় রয়ে যাবে, যেমনটা দেখেছিলাম
একদিন তোমাকে সন্ধ্যার ক্যাফেটেরিয়ায় এলোচুলে,
আমার স্নায়ুতে অঙ্কিত শিল্পোত্তীর্ণ স্নিগ্ধ ছবি, তুমি,
জমে থাকা প্রেম ছিটিয়ে দেবো তোমার ভূমিতে।


শরীরের বিনাশ শেষে যদি জেগে ওঠি ঘুম থেকে
তোমার দিকে, যে তুমি চলে গিয়েছো শরীর হয়ে
আমার কল্পনার ব্যাসার্ধ হতে ঘুরে ঘুরে বহুদূরে,
তোমাকে শুনাবো পুরুষরাতের শূন্যতার কথা।


আবার দেখা হলে, তোমার সাথে, ধ্বনির সাথে,
পৃথিবীর সব দ্বিধা ব্যর্থতা ক্লেদ আঘাত ভুলে
আমাদের শরীর উচ্চারিত হবে জটিল শৃঙ্গারে।