উড়ে যাও খাঁচাপাখি যতদূর চোখ যায় তোমার
স্বাধীনতা পেতে গিয়ে পরাধীন হও কেনো তুমি?
সুগভীর রাত নামে, তাই বলে বুকে নিয়ে অসুখ
কতদিন এইসব ব্যথা বুকে নিয়ে উড়ে যাবে সমুদ্রে?
দূরে উড়ে যায় যারা কেনো তারা দূরে চলে যায়
যে হারায় যা হারায় কে বুঝবে এইসব আর্বতন?
প্রজাপতি উড়ে উড়ে সুরে সুরে মিশে যায় ও হারায়
পরাজিত, তাই বলে কেনো ছুড়ে দাও জলজ বেদনা?
যা চেয়েছি যা পেয়েছি সময়ের ক্রমাগত ঘূর্ণিতে
সব রূপ মুছে গেলে তবে তাকে কেনো জীবন বলো?
মধ্যরাতে ক্ষত নিয়ে চলে যাই পাহাড়ের শরীরে
নক্ষত্র জেগে থাকে বিরহের বসন্ত আজ খুব একা,
বনভূমি জেগে আছে নিভৃত নগরের ইতিহাস নিয়ে
তাকাও এবার তুমি; নাচো, নাচো, বিবমিষা চারিদিকে।