মূলত মানুষ ছাড়া আর কোনো প্রাণী সুখ খুঁজে না
মানুষ ছাড়া আর কেউ সুখের অস্তিত্ব জানে না।
একটি কুমির জানে না তার ব্যক্তিগত সুখের কথা
একটি হাতি কখনও ছুটে না সুখের অন্বেষণে,
দূরের বৃক্ষটি সুখ জানে না বলেই তার কষ্ট নেই
সবচেয়ে নিঃসঙ্গ বাঘটির মনেও মানুষের কষ্ট নেই।
একটি ফড়িং কেবলি জানে তার পরিতুষ্টির কথা
কিন্তু মানুষ তো জানে সুখের কথা জন্ম থেকে
তাইতো মানুষের কষ্টও শেষ হয় তার মৃত্যু শেষে।