হাড়ের হারমোনিয়ামে অচিন অচেনা সুর বাজাতে বাজাতে, রাজহাঁসের সঙ্গম শেষ হলে, ডিম ফেটে যাওয়ার মুহূর্তে, আমরা কেনো নিভে যাই পরস্পরের দিকে চেয়ে? চলো অবিনস্ত্য চুলের ভেতরে চাষ করি বিষাদের মহিমা আর বৃষ্টির তালে তালে আমরা খুলে ফেলি আমাদের মুখোশ—।ফিরিয়ে নিও না দু'চোখ যদি দেখে ফেলো আমার বিকট ব্যর্থতা কিংবা ফিরিয়ে নেওয়ার মুহূর্তে, তুমি সন্তানসম্ভবা হলে, আলোর সাথে বসে আমরা পান করবো পরস্পরকে। গোলকের শরীরে শুয়ে থেকে ক্রমাগত ঘুরতে ঘুরতে—কষ্টের পরিভ্রমণ শেষে—ব্যাধির ভেতরে অমৃত গোপনকে নগ্ন করলে—পতনের গভীরে দাঁড়িয়ে থাকে পরাবাস্তব শিশ্ন।