ব্যক্তিগত রাত আসে জলের সাথে খেলা করে
যোগ-বিয়োগ ছন্দে ছন্দে
সকালের কোমল রোদ শুষে নেয় দূরের গোরস্থান
পাখির ডানার নিচে থেকে যায় রাতের ঘোর।
ফলের শরীর হতে ঝরে পড়ে সাধ
ভূভাগে তখন দীর্ঘতম শোকের মিছিল
শৈশবের ফড়িংগুলো হঠাৎ ওড়তে থাকে মাথার ওপর
জোনাকি পোকা স্মৃতির ভার নিবুনিবু করে জ্বালায়।
মানুষের স্বপ্ন নিয়ে হেঁটেছি বিচিত্র জনপদে
বিশ্বাসের তাবিজ গলায় ঝুলিয়ে রেখেছি আজও-
তাকিয়ে দেখি পৃথিবীর শাশ্বত রূপ
জলের নীরব ঢেউ
পার্কের বেঞ্চে বসা নক্ষত্রের নিবিড় রং।
শুধু আমাদের এত বদলে যাওয়া
শহরে শহরে বাড়ছে নতুন বাড়ি
রাস্তায় রাস্তায় নতুন গাড়ি
রুমে রুমে দামি আসবাব,
মৃত শরীরের ঘ্রাণ জীবিত শরীর করে ঘৃণা
আমাদের দেখা হয় না কত আয়োজনে
আমরা জটিল হই কত অপ্রয়োজনে
পৃথিবীর ধানের খেতে করি প্রতিদিন সংখ্যাহীন হরণ।