কেন্দ্রের দিকে যেতে যেতে কেন্দ্রহীন হয়ে যাই
কোথাও আশ্রয়ের নিশ্চিতি নাই
তবুও ঘড়িতে সেকেন্ডের কাঁটা বয়ে চলে।


উড়া শেষে ধুলো ফের মাটিতেই ফিরে আসে
অভিমান শেষে বালক যেমন ফিরে আসে মায়ের আঁচলে,
ফিরে আসার এই খেলায় এই যন্ত্রণায় এই প্রতীক্ষায়
তুমি কি ফিরে আসতে পারো না?


পথ ও পথিকের চিরবিচ্ছেদের মাঝে
অবশিষ্ট ডিম নিয়ে যেসব পাখি বেঁচে থাকে স্মৃতিতে
তারাও ঘুড়ি হওয়ার বাসনায় উড়তে উড়তে
স্বীকার করে নেয় নাটাইয়ের বশ্যতা।


ঘরের দরকার মানুষের নাকি মানুষের ঘরের?
এই সংকটে তীব্র হতে হতে ফোটে সংখ্যাহীন ফুল—
ওগো দূরের চঞ্চল আজন্ম এক চিতা বুকে নিয়ে
তবুও হেরে যাও দৌড়ের সামান্য প্রতিযোগিতায়!


কেউ কেউ স্বপ্নের ভেতরে ঢুকে দুঃস্বপ্ন হয়ে উঠে
কেউ কেউ দুঃস্বপ্নের খেলায় সুদক্ষ হয়ে উঠতে উঠতে
জীবনকে রূপান্তরিত করে বিমূর্ত বাস্তবতায়—
জীবন একবার হারালে আমৃত্যু হারাতেই থাকে।