কে আর এমন করে সযত্নে রোজ দুঃখ নেবে
কে আর এমন করে নিজেকে নিপুণ পোড়াবে
কে আর করুণ সুরে বাজাবে উজোল বাঁশি
অগ্নিদগ্ধ বক্ষেও বলবে তোমায় ভালোবাসি।


কে আর এমন করে ভাববে তোমায় রোজ
হরহামেশা তোমার জন্য নিত্য হবে নিখোঁজ
কে আর করুণ সুরে গাইবে হৃৎভাঙার গান
শোকবেদনার রণভূমে রাখবে স্মৃতি অম্লান।


তোমার জন্য কে আঁকবে এত প্রগাঢ় ছবি
যন্ত্রণার রক্ত চুষে হতে চাইবে এক কবি
সাগরজলেও খুঁজবে তোমায় নারীসত্তমা
কে আমায় ভাঙ্গতে পারে তুমি তিলোত্তমা!


কে আর এমন করে নামবে গভীর জলে
তোমার জন্য অপেক্ষা করবে শত কৌশলে
মনকেমনের হাহাকারে কে করবে আরাধনা
যন্ত্রী হয়ে যাচ্ছি রোজ অসম্ভবের যন্ত্রণায়।