কতদিন তোমাকে খুঁজে খুঁজে বসন্তের ফুলগুলো হয়েছে নিখোঁজ
কতদিন তোমাকে ভেবে ভেবে শ্রাবণের মেঘগুলো হয়েছে নিরুদ্দেশ।
তোমার বিরহে প্রতিদিন নগরের রাস্তাগুলো হয় নষ্ট
তোমার কষ্টে প্রতিটি আঙুল থেকে ঝরে পড়ে মধ্যরাত
তোমার প্রতীক্ষায় থেকে থেকে নিভে গেলো ট্রাফিক লাইট।
তোমার আশা বুকে নিয়ে নীল নদীটি হয়েছে চর
তোমার স্মৃতি বুকে নিয়ে কতদিন বর্ষার আকাশে জেগেছে নক্ষত্র
কতদিন ধূসর টাওয়ার বসে বসে দেখেছি কষ্টের সূর্যোদয়।
তুমি যে পথ দিয়ে চলে গেলে দূরে বহুদূরে সেই পথে
কতদিন হেঁটে হেঁটে খুঁজেছি তোমার শরীরের ঘ্রাণ,
পৃথিবীর শরীরে এখন খুব ক্লান্তি, আমারও চোখে নাকে-
তোমাকে খুঁজতে খুঁজতে বৃক্ষ হয়ে গিয়েছি রোদনের কাঠ।