আমি সেই ফুল রোজ করি ভুল
রোজ ঝরে যাই ব্যথায় ব্যথায়
আমি সেই ঘ্রাণ গেয়ে যাই গান
তোমাকে পাবার অর্বুদ আশায়।


আমি সেই আঁখি রোজ চেয়ে থাকি
ভেতরে বয়ে চলে নদী নিরবধি
আমি সেই খাতা শূন্য যার পাতা
থাকবো অপেক্ষায় মরণ অবধি।


আমি সেই রাত সোনালি আঘাত
যখন বেহাত হও তুমি রোজ
আমি সেই পাখা যন্ত্রণায় আঁকা
তোমার বিরহে সুতীব্র নিখোঁজ।


আমি সেই মুখ আড়ালে মুখোশ
লুকাই রোজ রোজ তীব্র অভিমান
আমি সেই কষ্ট তিলে তিলে নষ্ট
পাবো না জেনেও গাই তব গান।