তোমার দিকে তাকালে আমার চোখের দৃষ্টিশক্তি বাড়ে
ইনসমনিয়ারা রাতের শহর ছেড়ে চলে যায় সুদূর সমুদ্রে।


তোমার কথা ভাবলে আমার মস্তিষ্কে গোলাপ ফোটে
সংখ্যাহীন লাল-শাদা-হলুদ গোলাপ।
তোমার কথা ভাবলে নিজেরে আর একলা লাগে না
মুহূর্তেই ক্লান্তিগুলো পাখি হয়ে উড়তে উড়তে
চলে যায় তোমার খোঁপায়।


যে পথ দিয়ে তুমি রোজ হাঁটতে হাঁটতে বিশ্ববিদ্যালয়ে যাও
সে পথে আমি রোজ একটা করে স্মৃতিগন্ধা রোপণ করি
একদিন তুমি হারিয়ে গেলে সমুদ্র দেখার ছলে
এইসব স্মৃতিগন্ধা বুকে মেখে তোমার জন্য কবিতা লিখবো।


তোমার কন্ঠস্বর শোনার বাহানায় জ্বরের অভিনয় করি
একটু বাহানা না করলে কি প্রেমিক হওয়া যায়?
তোমার কন্ঠস্বর শুনলে আমার আর খিদে লাগে না
মনে হয় তুমি একটা অতীন্দ্রিয় ঝরনা, স্নিগ্ধ বসন্ত
যে ফিসফিস করে আমার সাথে কথা বলে সারারাত।